শিরোনাম
◈ বাংলাদেশের মতো ভারতেও অভ্যুত্থানের শঙ্কা: দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন ◈ বিএনপির বিরুদ্ধে এনসিপির বিস্ফোরক অভিযোগ ◈ প্রধান উপদেষ্টার চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা বাণিজ্য-বিনিয়োগে  ◈ আরও কঠোর হচ্ছে ভারতে বিদেশিদের প্রবেশ-অবস্থান  ◈ গুলশান-বনানীর সড়ক ব্যবহারে যে নির্দেশনা দিলো ট্রাফিক বিভাগ ◈ ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি ◈ ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন, যে আলোচনা হলো ◈ ভাইরাল মাফলার নিয়ে নতুন যে তথ্য দিলেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশ কাউকে কানেক্টিভিটি চাপিয়ে দেবে না, কেউ নিলে খুব ভালো না নিলে কিছু করার নেই ◈ বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ আনন্দ মুখর হয়ে উঠেছে : প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ  মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা হালুয়াঘাটে ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈদ সংবর্ধনার অয়োজন করেন ।

হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা পরিশদ ডাক বাংলো চত্বরে অয়োজিত এই অনুষ্ঠানে হলুয়াঘাট পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, জমায়াত সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ , শিক্ষক , আলেম ,ওলামা , ব্যবসায়ী , আইনজীবি , বিভিন্ন শ্রেণী - পেশার সংগঠণের নেতৃবৃন্দ , বীরমুক্তিযোদ্ধা , ছাত্র গণ অভুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, হিন্দু , খৃষ্টান, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বেসরকারী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত সকলকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান । জেলা পরিষদের ডাক বাংলোর সবুজ চত্বরে আলো ঝলমলে পরিবেশে ঈদের গানের মূর্ছনায় ঈদ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স তার বক্তব্যে সকলকে তার অয়োজিত ঈদ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন , ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ আনন্দ মুখর হয়ে উঠেছে । দ্রুত নির্বাচনের মধ্যদিয়ে পূর্ন গণতন্ত্র ফিরিয়ে এনে এই আনন্দকে অর্থবহ ও অনাবিল করতে হবে । তিনি বলেন , আগামী দিনে আরও বৃহৎ পরিবেশে তার পক্ষ থেকে ঈদ আনন্দ অয়োজন করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়