শিরোনাম
◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, মন্ত্রিসভাকে বলেছেন ট্রাম্প: পলিটিকো ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা ◈ এবার নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে ◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ◈ আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক! ◈ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

দলের স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে রাতে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খালেদা জিয়া। সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন দলের বিভিন্ন স্তরের নেতাদের ঈদ মোবারক জানান এবং কুশল বিনিময় করেন।

বড় পর্দায় লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন। তারেক রহমানও দলের নেতৃবৃন্দদের ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ছিলেন।

দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, জয়নাল আবেদীন, নুরুল ইসলাম মনি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক সুকোমল বড়ুয়া, নাজমুল হক নান্নু, আবদুল কাইয়ুম, আফরোজা খান রীতা, এনামুল হক চৌধুরী, আবদুল হাই শিকদার, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মামুন আহমেদ, জহিরুল ইসলাম, সৈয়দ সুজা উদ্দিন আহমেদ, সৈয়দ আলমগীর, এসএম ফজলুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া খালেদা জিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিকীও ছিলেন এই শুভেচ্ছা অনুষ্ঠানে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃবৃন্দের পক্ষ থেকে দলের চেয়ারপারসনকে ঈদ মোবারক জানান। পরে আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন চেয়ারপারসন।

করোনা প্রাদুর্ভাবের পর কারাগার থেকে শর্তমাফিক মুক্তির পরে গুলশানের বাসা ‘ফিরোজায় দুই ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন খালেদা জিয়া। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। গতকাল লন্ডনে ছেলের বাসায় পরিবারের সদস্যদের সাথে ঈদুল ফিতর উদযাপন করেন বেগম খালেদা জিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়