শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র কঠোর হচ্ছে ‘বার্থ টুরিজম’ বন্ধে ◈ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের বিবৃতি ◈ যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি ◈ ভারত কি পাকিস্তানে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে? ◈ আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: শহিদি সমাবেশে সারজিস আলম ◈ কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়! ◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস ◈ দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের মহড়া, এলাকায় আতঙ্ক ◈ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিও নিয়ে হাজির পাকিস্তা‌নের ক্রিকেটার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ: মির্জা ফখরুল 

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ও ভাতের অধিকারের জন্য গত ১৫ বছরের যে সংগ্রাম, তা যেন পূরণ হয়।

তিনি অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

তিনি বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনা করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, গেলো ১৫ বছর আর এবারের ঈদের মধ্যে অনেক পার্থক্য। কারণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ।

খালেদা জিয়া ও তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন তিনি সেই দোয়া করেন। বলেন, বেগম খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন।

এ সময়  তার সাথে ছিলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,  সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক,সাইফুল আলম নিরবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়