শিরোনাম
◈ বাংলাদেশ এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ, প্রথম স্থানে কে? ◈ রিয়াল মা‌দ্রিদের আনচেলত্তি এখন ব্রা‌জি‌লেন কোচ,  ঘোষণা আস‌ছে শিগগিরই ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে দুর্নীতি-অনিয়মের ২৭টি অভিযোগ তদন্তে দুদক ◈ দ্বিগুণ ভ্যাট প্রস্তাবের পরিকল্পনা, বাড়তে পারে ফ্রিজ-এসির দাম ◈ সৌদি আরব নতুন যে বার্তা দিলো হজ পালন নিয়ে ◈ ‌‘পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে’ ◈ রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে? ◈ এবার ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে যা বললেন পুলিশ সদর দপ্তর ◈ ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে ◈ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু করা হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ: মির্জা ফখরুল 

মনিরুল ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ও ভাতের অধিকারের জন্য গত ১৫ বছরের যে সংগ্রাম, তা যেন পূরণ হয়।

তিনি অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

তিনি বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনা করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, গেলো ১৫ বছর আর এবারের ঈদের মধ্যে অনেক পার্থক্য। কারণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ।

খালেদা জিয়া ও তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন তিনি সেই দোয়া করেন। বলেন, বেগম খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন।

এ সময়  তার সাথে ছিলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,  সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী,চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক,সাইফুল আলম নিরবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়