গত বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে রায় দিয়েছে আদালত। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো নানা আলোচনা হচ্ছে। আবার মেয়র হিসেবে তার শপথগ্রহণের বিষয়েও আছে ধোঁয়াশা।
আজ রোববার (৩০ মার্চ) এ বিষয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি ইশরাকের পক্ষে আদালতের রায়কে উল্লেখ করেছেন, সত্যের জয় হিসেবে।
মির্জা ফখরুল বলেন, আমি মনে করি সত্যের জয় হয়েছে। নির্বাচন যে ঠিক ছিল না আওয়ামী লীগের আমলে, সেটা প্রমাণ হয়েছে এবং ন্যায়ের জয় হয়েছে।
পরে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের বিষয়ে তিনি আরও বলেন, শপথ নেবেন কি-না, সেটা ইশরাক ঠিক করবে, পার্টি ডিসাইড করবে। এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। উৎস: নিউজ২৪