শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির নেতারা কে কোন আসন থেকে লড়তে পারেন

দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ শুরু করেছেন। দলের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকাতে সক্রিয়ভাবে মানুষের মধ্যে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করছেন, যাতে তাদের দল এবং প্রার্থীদের কার্যক্রম জনগণের কাছে পৌঁছাতে পারে। খবর: নিউজ২৪

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের সম্ভাবনা: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী আসনকেন্দ্রিক তৎপরতা এখনো দৃশ্যমান না হলেও, ঢাকা-১১ আসন (বাড্ডা, ভাটারা, রামপুরা, বনশ্রী) থেকে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই আসনটি ঢাকা দক্ষিণ সিটির ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। নাহিদ ইসলামের বাড়ি ঢাকার দক্ষিণ বনশ্রীতে এবং তিনি ইতোমধ্যে সেখানে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

রংপুর-৪ আসনে আখতার হোসেন: এনসিপির সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ আসন (পীরগাছা ও কাউনিয়া উপজেলা) থেকে প্রার্থী হতে পারেন। তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় যাতায়াত শুরু করেছেন এবং ঈদকেন্দ্রিক জনসংযোগে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।

কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ: এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যিনি কুমিল্লা-৪ সংসদীয় আসন থেকে নির্বাচন করতে চান, এলাকায় বেশ কয়েকটি সভা-সমাবেশে অংশ নিয়েছেন এবং স্থানীয় মানুষের সঙ্গে সংযোগ করছেন। তিনি ঈদের সময় নির্বাচনী এলাকার মানুষের সঙ্গেই সময় কাটাবেন এবং তাদের কাছে এনসিপির প্রচার চালাবেন।

পঞ্চগড়-১ আসনে সারজিস আলম: এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি সম্প্রতি শতাধিক গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন এবং এলাকায় উঠান বৈঠক করছেন। ঈদের সময়ও সারজিস আলম স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ আরও বাড়ানোর পরিকল্পনা করছেন।

নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বেশ সক্রিয় হয়ে উঠেছেন, সেই এলাকার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের সমস্যা সমাধানে কাজ করছেন। তিনি এখন ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করে জনসংযোগ জোরদার করছেন এবং ঈদের সময়ও এসব কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

চাঁদপুর-৫ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, চাঁদপুর-৫ আসন (হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা) থেকে নির্বাচন করতে আগ্রহী। গত ২৬ মার্চ তিনি শাহরাস্তি উপজেলায় এক ইফতার অনুষ্ঠানে অংশ নেন এবং তরুণদের চোখ এখন জাতীয় সংসদের দিকে বলে মন্তব্য করেন। তিনি ঈদে ওই এলাকায় জনসংযোগ বাড়াতে আরও কর্মসূচি গ্রহণ করবেন।

ঢাকা-১৩ আসনে আকরাম হুসেইনের প্রচারণা: এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হুসেইন ঢাকা-১৩ সংসদীয় আসন (মোহাম্মদপুর-আদাবর) থেকে আগামী নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি গত কয়েক মাস ধরে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের সমন্বয়ে গঠিত দল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। সম্প্রতি তিনি এলাকার খাল ও মাঠ রক্ষায় মানববন্ধনও করেছেন এবং ১৫ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করেছেন। ঈদের সময় আরও ব্যাপক জনসংযোগের পরিকল্পনা রয়েছে তার। চাঁদরাতের আগে আকরামের উদ্যোগে ঢাকা-১৩ আসনে একটি মিছিল অনুষ্ঠিত হবে। ঈদের দিন তিনি মোহাম্মদপুর এলাকায় জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, স্থানীয় মসজিদে গিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ভোলা-১ আসনে সামান্তা শারমিন: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ভোলা-১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে চান। তিনি গত কয়েক মাসে ভোলায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। ঈদে তিনি আরও বেশি কর্মসূচি চালাবেন।

ঢাকা-১৭ আসনে তাসনিম জারা: এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-১৭ আসন (গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা) থেকে দলের প্রার্থী হতে পারেন। 

অন্যান্য প্রার্থীদের তৎপরতা: এনসিপির অন্যান্য নেতা-কর্মীরাও নির্বাচনী আসনকেন্দ্রিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করছেন। তাঁদের মধ্যে আতিক মুজাহিদ (কুড়িগ্রাম), প্রীতম দাশ (মৌলভীবাজার), আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ), হাসান আলী (চট্টগ্রাম), অর্পিতা শ্যামা দেব (সিলেট), মুজাহিদুল ইসলাম শাহিন (পটুয়াখালী), ভীম্পাল্লী ডেভিড রাজু (খুলনা), কৈলাস চন্দ্র রবিদাস (নওগাঁ) এবং অন্যান্য নেতারা প্রতিটি নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন। 

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “আমরা চাই যে, যেকোনোভাবেই হোক ৩০০ আসনেই আমাদের একটা অবস্থান প্রকাশিত হোক, যাতে এনসিপির নাম প্রত্যেক এলাকায় পৌঁছে যায়। তবে এখনো আমাদের দল গণপরিষদ নির্বাচন চায়।”

এনসিপি দলের তরুণ নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ আগামী নির্বাচনে তাদের শক্তি বৃদ্ধি করতে সহায়ক হবে, যা দলটির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়