বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতিতে সিলভিয়ার সম্পৃক্ততার তথ্য আসার পর তার নিয়োগ বাতিল করা হলো।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে সরকার।
আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের রাজনীতির সঙ্গে সিলভিয়া সম্পৃক্ত, এমন তথ্য সামনে আসার পর বিতর্কের সৃষ্টি হলে বৃহস্পতিবার তার নিয়োগ বাতিল করা হয়।
ওইদিনই সিলভিয়াসহ চার আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।
অন্য তিনজন হলেন—মো. মামুনুর রশিদ, আব্দুস সাত্তার ও এস এম তাসমিরুল ইসলাম।
আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখার প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, নিয়োগগুলো অবিলম্বে কার্যকর হবে।