শিরোনাম
◈ মোনাজাতে ‌‘খালেদা জিয়ার নাম না বলায়’ ইমামকে যুবদল নেতার হুমকি ◈ মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায় ◈ ড. ইউনূসের সঙ্গে শেহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড, প্রথমবারের মতো ছাড়াল ৩১০০ ডলার ◈ ঈদের ছুটি: অনেক এটিএম বুথেই টাকা নেই, ভোগান্তিতে গ্রাহক ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান ◈ আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ জয়পুরে মুসলিমদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানালেন হিন্দুরা! (ভিডিও) ◈ আয়কর নথিতে দেখাতে হবে ঈদ খরচ  ◈ ঈদের দিনে ফেসবুক বার্তায় যা বললেন সারজিস আলমের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত আবদুল্লাহ (ভিডিও)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ। উনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। যারা সার্ভিস প্রোডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজ্যুমার না।

শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে কিছু আছে সুদখোর, ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া। আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না।

দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, দেবিদ্বারের নেতৃত্বে তারাই আসছে যারা কখনো দেবিদ্বারে থাকেননি, যারা দেবিদ্বারের অলিগলি চেনেন না, দেবিদ্বারে বাজার করে কখনো তারা খাননি, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানে কখনো তারা পড়াশোনা করেননি। দেবিদ্বারের কী সমস্যা এটাই তারা জানেন না। দেবিদ্বারের ধুলামাটি থেকে গড়ে ওঠা নেতৃত্ব আমরা কখনোই পাইনি।

এ সময় আরও বক্তব্য রাখেন পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ। উৎস: সমকাল ও এনটিভি নিউজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়