শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হবে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীতে এনসিপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে।’ তিনি বলেন, ‘আমরা নতুন দল করেছি। যারা নতুন করে দেশকে গড়ার স্বপ্ন দেখছে, ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সঙ্গে থাকতে চায় তাদের আমাদের ওই সুযোগটুকু দিতে হবে।’

বুধবার (২৬ মার্চ) বিকেলে নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘আগে কেউ দাঁড়িপাল্লা, কেউ নৌকা বা ধানের শীষে ভোট দিয়েছেন। তারা যদি আমাদের কাছে আসতে চান, যদি তারা কোনো অন্যায়, খুন-গুম ও হত্যার সঙ্গে জড়িত না থাকেন, তাহলে তাদের তো সরিয়ে দিতে পারব না।’

তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা, যারা খুন, গুম ও হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তারা এখন বাইরে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা যারা সচেতন নাগরিক তাদের এ বিষয়গুলোতে প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা যে দেড় হাজার মানুষকে খুন করেছেন এটিও আমাদের বলতে হবে। কারণ তিনি কিন্তু জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাননি। প্রত্যেক ভোটকেন্দ্রে কারচুপি হয়েছে। যেই মানুষটি ক্ষমতায় টিকে থাকার জন্য দেড় হাজার মানুষকে মেরে ফেলছেন ওই মানুষটির বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’

আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসন করার অভিযোগের প্রসঙ্গে সারজিস বলেন, ‘আমাদের নতুন দলের কেন্দ্রে যারা কাজ করছি, আমরা এখন গ্রামেগঞ্জে ঘুরছি। আমরা যেভাবে কাজ করতে চাই তা মানুষের সঙ্গে শেয়ার করছি। সবার আগে আমাদের পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। সেটি আমরা প্রচার করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের সংকট জানার চেষ্টা করছি। আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, এভাবে আগে থেকেই সমস্যা বা ব্যথা বুঝতে পারলে পরে কাজ করতে সহজ হবে। আমরা মানুষের দোরগোড়ায় ও মনে পৌঁছাতে পারব। আর এভাবেই এনসিপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠবে।’ উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়