শিরোনাম
◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা ◈ ঈদ উপলক্ষে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান ◈ যে কারণে ঈদের জামাতে ইমামের পাশে নামাজ আদায় করেন আসিফ মাহমুদ! (ভিডিও) ◈ বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় হোক: ড. ইউনূসকে মোদির বার্তা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীত সংস্কৃতি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান আলেম প্রজন্ম-২৪ এর

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি বাংলাদেশ সরকারের সাংস্কৃতি মন্ত্রণালয় শহীদ আবু সাঈদের ভাস্কর্য নির্মাণ করে তা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনের কথা জানিয়েছে! বুধবার তরুণ আলেম প্রজন্ম-২৪ নামের একটি সংগঠন এক বিবৃতির মাধ্যমে এর নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকারের এই উদ্যোগ শহীদ আবু সাঈদের চিন্তাচেতনা ও তাঁর পরিবারিক মতাদর্শের সম্পূর্ণ পরিপন্থী। শহীদ আবু সাইদের সম্মানিত পিতা তাঁর শহীদ পুত্রের কোনধরনের ভাস্কর্য-প্রতিকৃতি নির্মাণের ব্যাপারে জুলাইয়ের পর থেকেই আপত্তি জানিয়ে আসছেন।

জুলাইয়ের শহীদদের অবশ্যই যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে। তবে সেটা হতে হবে শহীদদের আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে। কথিত মঙ্গল শোভাযাত্রা কিংবা ভাস্কর্যের সংস্কৃতি আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিমসহ জুলাইয়ের অধিকাংশ শহীদদের চিন্তাচেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ অতীতে এই মঙ্গল শোভাযাত্রা থেকে পতিত ফ্যাসিবাদের প্রতি তোষণ ও সমর্থন প্রদর্শিত হয়েছে।

তরুণ আলেম প্রজন্ম-২৪ মনে করে জুলাইয়ের লড়াই শুধুমাত্র ক্ষমতার পালাবদলের লড়াই নয়, বরং রাজনৈতিক, ভৌগোলিক এবং সকল প্রকার সাংস্কৃতিক আগ্রাসন থেকেও মুক্তির লড়াই। আমরা কারো নিজস্ব রীতিনীতি বা আচার অনুষ্ঠান কে বাধাগ্রস্ত করার পক্ষপাতী নই। তবে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে সংস্কৃতির নামে ক্ষুদ্র কোন গোষ্ঠীগত চিন্তা বা চর্চাকে রাষ্ট্রীয়ভাবে জনগণের উপর চাপিয়ে দেয়া জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার নামান্তর বলে মনে করে তরুণ আলেম প্রজন্ম-২৪।  

অতএব, সংস্কৃতি চর্চার নামে জুলাই শহীদদের প্রতি অবমাননাকর এবং অভ্যূত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী সকল প্রকার তৎপরতা থেকে বিরত থাকার জন্য সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি তরুণ আলেম প্রজন্ম-২৪ উদাত্ত আহ্বান জানাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়