শিরোনাম
◈ ড. ইউনূসকে প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে: সারজিস আলম ◈ পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭ ◈ ঢাকা-বেইজিং এক চুক্তি, ৮ সমঝোতা ◈ শত কোটির সরকারি ফান্ড থেকে ৯৬ কোটি টাকা খরচ : স্নিগ্ধ ◈ বিতর্কের মুখে আইসিটির প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল ◈ চট্টগ্রামে আক্রোশ, অন্তঃকোন্দল, দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার একের পর এক খুন আহত প্রায় ২ হাজার! ◈ চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা ◈ বছরের প্রথম সূর্যগ্রহণ আসছে ২৯ মার্চ ◈ চাঁদ দেখা কমিটির সভা রবিবার ◈ অশালীন আচরণের অভিযোগে এমবাপ্পে-ভিনিসুসদের বিরুদ্ধে তদন্ত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তামিমের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন: মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যেগে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পত্রপত্রিকা থেকে যা জেনেছি, তার বাঁচার কোনও লক্ষণ ছিল না। যে হাসপাতালে চিকিৎসা হয়েছে, সেটিও তেমন উন্নত নয়। চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন। তামিমের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন।

তিনি বলেন, ‘তামিম ইকবাল একজন মার্জিত আচরণের ভদ্রলোক। তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।’

মির্জা আব্বাস বলেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক তামিম ইকবালের খোঁজ রাখছেন। তার নির্দেশেই বিএনপি আজকের দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বিএনপির এই সিনিয়র নেতা চট্টগ্রামের একটি ঘটনা উল্লেখ করে বলেন, ওই সময় তামিমের সঙ্গে আওয়ামী পন্থি অন্য ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। সেখানে তামিমের আচরণে ছিলো ভদ্রতা। আর অন্যদের আচরণ দেখলাম উগ্রতা।

মির্জা আব্বাস বলেন, তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আরেক ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরও দেখলাম। এ সময় ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে তিনি শেখ শাদীর কবিতার অংশ তুলে ধরেন। পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন।

দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ। এতে তামিম ইকবালসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এতে অংশগ্রহণ করেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়