শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ (ভিডিও)

নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা-কর্মীরা।

আবদুল হান্নান মাসউদ এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে তার পথসভায় হামলার ঘটনা  ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এসময় তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে বাংলামোটরে ফিরে আসেন।

বিক্ষোভকারীরা আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর দায় দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মাসউদের পথসভায় হামলাকারীদের গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জানা গেছে, সোমবার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন আবদুল হান্নান মাসউদ। কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার পথসভায় বাধা দেয় ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তিনি সড়কেই ছাত্র-জনতাকে নিয়ে অবস্থান নেন।

এদিকে পথসভায় বাধা ও হামলার ২ ঘণ্টার মাথায় অবস্থান কর্মসূচিতেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় দফার হামলায় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে আব্দুল হান্নান মাসউদসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়