জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত বলেছেন, আওয়ামীলীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়। চাইতেই পারে। তবে তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে।
তিনি বলেন, আওয়ামীলীগকে ফিরে আসতে হলে আগে তাকে ৩০ হাজার আহতের হাত, পা, চোখ ফেরত দিতে হবে। জুলাইয়ের ২ হাজার শহীদের জীবন ফেরত দিতে হবে। শাপলার অসংখ্য আলেমের জীবন ফেরত দিতে হবে।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে তিনি আরও বলেন, আওয়ামীলীগের ফিরে আসতে চাওয়ার আগে তাকে ৫৭ জন ঈমানদার, দেশপ্রেমিক সেনা অফিসারের জান ও নেতৃত্ব ফেরত দিতে হবে।
আওয়ামীলীগকে ২৩৪ বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে। গুম হওয়া অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে।
তিনি বলেন, আওয়ামীলীগ আগে এগুলো ফিরিয়ে দিক। তারপর ফিরে আসুক।