জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করলেন আবু হানিফ। পদত্যাগ করে তিনি তার আগের দল গণঅধিকার পরিষদে ফিরে এসেছেন।এ দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ।
তিনি আমাদের সময়কে বলেন, ‘আমি এনসিপি থেকে আমি পদত্যাগ করে গণঅধিকার পরিষদের সপদে ফিরে এসেছি।’
উল্লেখ্য, সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক টকশোতে দাবি করেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান। যদিও তা মিথ্যা বলে দাবি করেছেন নুর ও তার দলের নেতারা।
মাসউদের এ দাবির আগে নুর মন্তব্য করেছিলেন, গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া সরকারে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আব্দুল্লাহকে পদত্যাগের আহ্বানও জানান তিনি। উৎস: দৈনিক আমাদের সময়।