শিরোনাম
◈ পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংকব্যাজ পরালেন ডিএমপি কমিশনার ◈ ১৪ মামলার আসামি, চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি ‘ট্যারা সোহেল’সহ গ্রেফতার ৩  ◈ ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ নারী দলের একধাপ অবনমন  ◈ শৈলকুপায় মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত ◈ এ বছর নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ ◈ আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তান কাশ্মীরের একাংশ ‘চুরি করেছে’, ফেরাতে চায় ভারত! ◈ চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা ◈ হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি ◈ এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে : সিইসি

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মহসিন কবির

শেখ হাসিনার বিচার দৃশ্যমান দেখে নির্বাচন চান এনসিপি নেতারা, ফেসবুকে ব্যাপক সমালোচনা

মহসিন কবির: জাতীয় নাগরিক পার্টি বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায়। মঙ্গলবার সকাল ১০টায় রায়েরবাজারে জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যে সংগঠিত গণহত্যা, যার সাক্ষী পুরো পৃথিবী। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদি দমন পীড়ন জুলাই মাসে ছাত্র-জনতার উপর নেমে এসেছিল আমরা অবিলম্বে এবং দ্রুত সময়ের মধ্যে তার দৃশ্যমান বিচার দেখতে চাই। এই বিচারের মধ্য দিয়েই আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছেন তাদের ন্যায় বিচার পাওয়া সম্ভব।’

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যতদিন আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে ন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’

সারজিস আলম আরও বলেন, ‘আমরা রাজপথে ছিলাম। আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি। আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করব।’

জাতীয় নাগরিক পার্টি দুই নেতার এমন বক্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা করা হয়েছে। কেউ বলেছেন, শেখ হাসিনা দেশে আর না ফেলেন তাহলে কি নির্বাচন হবে। কেউ বলেছেন, শেখ হাসিনার বিচারও হবে নির্বাচনও হবে।  

মীর মোশারেফ নামে এক ফেসবুকে লিখেছেন, এই ৭ মাসে বিচারের কতটুকু আগালেন আপনারা? যেভাবে আপনারা বিচার প্রক্রিয়া এগুচ্ছেন, তাতে বিচার শেষ হতে কত বছর লাগতে পারে জনাব? তারচেয়ে সরাসরি বলে দেন, নির্বাচন চান না। এভাবেই ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করতে চান।

সালাহউদ্দিন কাদের চৌধুরী নামে এক ফেসবুকে লিখেছেন,  শেখ হাসিনা যেমন নির্বাচন ছাড়া ক্ষমতায় থেকেছেন তেমনি তারাও থাকতে চায়। শেখ হাসিনার সাথে কোন অমিল নাই। হয়তো পরিণতি শেখ হাসিনার মতোই হবে।

হানজালা হোসেন ইমন নামে এক ফেসবুকে লিখেছেন, হাসিনা বিদেশে মারা গেলে কি আজীবন নির্বাচন হবে না?
ছাত্ররে ক্লাসেই মানায়, রাজনীতিতে নয়।

আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য রাজনীতিতে না এসে উচিত ছিলো ক্লাসে গিয়ে গবেষনা উদ্ভাবনে মনোযোগী হওয়া

মোঃ ইমন আখন্দ নামে এক ফেসবুকে লিখেছেন, সরকারে নাহ থেকে সরকারী লোকের মতো ক্ষমতা দেখাতে পারলে নির্বাচন দিয়ে কি হবে,তাই সে বলছে এখন নির্বাচনের দরকার নেই ,তার পরে আবার নতুন দল গঠন করছে,সে দলের পার্থী ও তো দিতে হবে আসনে আসনে,একটু সময় তো লাগতেই পারে,তার পরে আবার একদম সাধারণ ভোটার দের ও জানাতে হবে বুঝাতে হবে নতুন দলের সম্পর্কে,এত অল্প সময়ে কি আর তা সম্ভব।

মোঃ আবু কাওছার নামে এক ফেসবুকে লিখেছেন, হাসিনা আজীবন দেশে আসলো না, তাহলে আজীবনই নির্বাচন হওয়ার দরকার নাই!

মোঃ নুরে আলম নামে এক ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসার জন্যে সার্জিস আলমকে সমন্বয় করে নাগরিক পার্টিকে দায়িত্ব দেয়ার জোর দাবি জানাচ্ছি। নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে।

ইলিয়াস আহমেদ নামে এক ফেসবুকে লিখেছেন, হাসিনা কে কোন দিন আনতে পারবে না। নির্বাচন ও হবে না। আমার কিন্তু ভাল লাগল। থাকি দুবাই, ইলেকশন এর ঝামেলা নেই। সুখী দেশ।

এমডি আসাদুজ্জামান নামে এক ফেসবুকে লিখেছেন, অন্তবর্তী সরকার কাজ হলো ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে নতুন সরকার হাতে তুলে দেওয়া। আমি জানি কিন্তু সে সব নাটক শুরু হয়েছে আরো কিছু আছে নাকি জানি না।

ফরিদ হোসেন নামে এক ফেসবুকে লিখেছেন,  নির্বাচনী সরকার ক্ষমতায় না আসলে দেশ আরো অচল হয়ে যাবে। 

যোবায়ের খান এক ফেসবুকে লিখেছেন,  হাসিনার বিচারের কিছুই শুরু হয়নি এতদিনে, ডামি সরকারের মজা নেয়ার জন্য এইসব আওয়াজ ।

হানজালা হোসেন ইমন নামে এক ফেসবুকে লিখেছেন,  হাসিনা বিদেশে মারা গেলে কি আজীবন নির্বাচন হবে না? ছাত্ররে ক্লাসেই মানায়, রাজনীতিতে নয়।

আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য রাজনীতিতে না এসে উচিত ছিলো ক্লাসে গিয়ে গবেষনা উদ্ভাবনে মনোযোগী হওয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়