শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভুল ত্রুটি কাটিয়ে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী করার প্রত্যয় 

মনিরুল ইসলাম  : গণতন্ত্র পুনরুদ্ধারে, দেশ ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ১২ দলীয় জোটের সকল দল একমত হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। 

জোট নেতারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে, দেশ এবং দেশের বাইরে থেকে যেকোন ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জোটের দলগুলো রাজপথে একত্রিতভাবে মোকাবেলা করবে।

সোমবার বিকালে খিলগাঁওস্থ জাপার কার্যালয়ে ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের আমন্ত্রণে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় পার্টি (জাফর) কার্যালয়ে ইফতার পূর্ববর্তী এক সভায় নেতারা এসব কথা বলেন।  

সভায় নিজেদের মধ্যে অতীত ভুল ত্রুটি কাটিয়ে ১২ দলীয় জোটকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আব্দুল করিম, নয়া গণতান্ত্রিক পার্টি সভাপতি মাস্টার এম এ মান্নান, জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশের সাংঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ এলডিপি মহাসচিব তমিজউদ্দিন টিটু, লেবার পার্টির মহাসচিব মো: আমিনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়