শিরোনাম
◈ শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনা প্রধান ◈ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, সিদ্ধিরগঞ্জে নারী-শিশুসহ দগ্ধ ৮   ◈ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ◈ রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৪ (ভিডিও) ◈ সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত ◈ জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আছে চ্যালেঞ্জ ◈ এবার জানা গেল খালেদা জিয়ার আসনে কে হচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী! ◈ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা ◈ অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির ◈ একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ০২:১৩ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেকেন্ড রিপাবলিক কি আমি বুঝি না, বললেন মির্জা আব্বাস (ভিডিও)

তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সেকেন্ড রিপাবলিকের ধারণা বোঝেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আমি কিন্তু তাদের স্লোগান বুঝিনি। আমি বুঝিনি যে কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনো বুঝিনি, সেকেন্ড রিপাবলিক কী? আপনারা বুঝেছেন কি না, জানি না।

অর্থাৎ একটা উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’
রবিবার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলেম-উলামা ও মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন। 

কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আপনাদের (আলেম-ওলামা) মতো এ রকমই পোশাক পরা এক শ্রেণি তাদের বাতাস দিয়ে যাচ্ছে।

দয়া করে আপনারা তাদের একটু সামাল দেবেন।’ তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইফতারে রাজধানীর দুটি মাদরাসা থেকে অন্তত ৮০ জন শিশু এতিম ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। রাজধানীর কয়েকটি মসজিদের ইমাম ও খতিবরাও ছিলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মো. নেছারুল হক, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব কাজী মোহাম্মদ আবুল হোসেন, সাবেক সদস্য সচিব মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়