শিরোনাম
◈ উপদেষ্টা মাহফুজ সম্পর্কে অজানা তথ্য দিলেন তার শিক্ষক আব্দুর রব ◈ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু (ভিডিও) ◈ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ নেতা চূড়ান্ত, থাকছেন যাঁরা ◈ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল ◈ ১৪০১ জন 'জুলাই যোদ্ধার' তালিকার গেজেট প্রকাশ ◈ শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যু সংখ্যা নিয়ে যা জানালেন প্রেস সচিব (ভিডিও) ◈ থানা থেকে গ্রেফতার হলেন ভাঙ্গা থানার ওসি ◈ আখতার হোসেন ও নাহিদ ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করে যা বললেন আসিফ নজরুল ◈ জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের দ্বন্দ্ব কতটা গভীর, কীভাবে ঐক্য ধরে রাখবে এই নতুন দল? ◈ নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ বিকেলে, শীর্ষ নেতৃত্বে যারা থাকছেন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০৬ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নিষিদ্ধ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের পালিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল

বিভিন্ন সময় ছাত্রলীগের নেতাদেরও পালিয়ে যাবার খবর পাওয়া যায়। তবে এবার নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেনের পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে রীতিমতো লংকাকাণ্ড চলছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় গাড়ি যোগে সীমান্ত পারি দিচ্ছেন সাদ্দাম হোসেন ও তার সাথে থাকা একজন। গাড়ির চালক সুযোগ বুঝে গোপনে ভিডিওটি ধারণ করেছেন। নিষিদ্ধ এই সংগঠনের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন জনসম্মুখে আন্দোলনরত ছাত্রদের দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন কয়েক দফা। প্রকাশ্যে দিনের বেলায় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালাতেও দেখা যায় বর্তমানে নিষিদ্ধ হওয়া এই সংগঠনের নেতা-কর্মীদের। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেন তিনি নেত্রকোণা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। তবে এই ভাইরাল হওয়া ভিডিওটি যে সাদ্দাম হোসেনের নয় তা নিশ্চিত করেছেন ভিডিও ধারণকারী সেই গাড়ি চালক। মোঃ মাইনুদ্দিন হোসেন নামের সেই গাড়ি চালক বলেন, ‘আমি সাদ্দম হোসেন ভেবে সন্দেহ থেকেই গোপনে ভিডিওটি ধারণ করি। শিওর হবার জন্য কয়েকজনকে দেখাই। অনেকেই বলে এটি সাদ্দম হোসেন আবার কেউ কেউ বলেন এটি সাদ্দম নন। এদের মধ্যেই একজন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবি করেন এটা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।’

তবে এই গাড়ি চালক জোর গলায় নিশ্চিত করেছেন ভিডিওতে থাকা ব্যক্তিটি সাদ্দাম হোসেন নন। হাসিনা গত বছরের ৫ আগষ্ট ভারতে পালিয়ে যাবার পরই জানা যায় সাদ্দমও পালিয়েছেন। তবে তিনি কোথাও আছেন তা এখনো জানা সম্ভব হয়নি। মাঝেমধ্যেই তাকে দেখা যায় বিভিন্ন টকশোতে কথা বলতে।  হাসিনার বিরুদ্ধে কোন আওয়াজ তুললেই এই ক্যাডার বাহিনীর সদস্যদের লেলিয়ে দিতেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়