শিরোনাম
◈ সিএমপির ৬ শীর্ষ কর্মকর্তা বদলি ◈ রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের ◈ ভারতে আবার ভাষা-বিতর্ক: হিন্দি চাপানোর প্রতিবাদ জানাল তামিলনাড়ু ◈ শুধু রাস্তা, ব্রিজ দিয়ে মানুষের মন জয় করা যায় না:  জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ◈ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীদের ভোট বর্জন ◈ টাঙ্গাইলের মধুপুরে ট্রাক, ব্যাটারিচালিত অটো ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত - ২,  আহত - ৪   ◈ এশিয়া কাপ ভারত থেকে সরতে যাচ্ছে আমিরাত অথবা শ্রীলঙ্কায়! ◈ দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত ইনফ্যান্ট্রি রেজিমেন্ট : সেনাপ্রধান ◈ যেকোনো পিচে বাংলাদেশের পেসাররা ২০ উইকেট নিতে পারে: রমিজ রাজা ◈ জ্বালানির চাহিদা মেটাতে রাশিয়াকে পাশে চাইছেন ইউনূস, মস্কোর সঙ্গে কথা পারমাণবিক বিদ্যুৎ নিয়ে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নাগরিক পার্টির অভিষেক অনুষ্ঠান ঘিরে

মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির অভিষেক অনুষ্ঠান ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলটি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল থেকেই মানিক মিয়া এভিনিউতে চলছে ব্যাপক প্রস্তুতি।

দলটির নেতাকর্মীরা বলছেন আমন্ত্রিত অতিথির পাশাপাশি প্রায় ৫ লক্ষ লোকের সমাগম হবে আগামীকালের সমাবেশে। ব্যাপকভাবে নেয়া হচ্ছে প্রস্তুতিও। এদিন সন্ধ্যা থেকে শুরু হয় স্টেইজ নির্মাণের কাজ। শুক্রবার বিধি মেনে সড়কের একটি লেনের যানচলাচল বন্ধ করে স্থাপন করা হবে মঞ্চ। এ সময় চলচলের জন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবে দলটির বিপুল সংখ্যক সেচ্ছাসেবী। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা সুবিধা, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থা, সুপেয় পানি এবং পুলিশবক্স স্থাপনের কাজও শেষের দিকে। পাশাপাশি মেয়েদের জন্য ব্যাক স্টেজে বসার বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ২২টি শর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি। জনভোগান্তির কথা বিবেচনায় রেখে প্রথম কর্মসূচিটি সুষ্ঠুভাবে পালনের সব প্রস্তুতি গ্রহণ করতে কমতি রাখছে না বাক বদলের কমিটমেন্ট নিয়ে রাজনীতিতে আসা দলটি।  ্উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়