শিরোনাম
◈ গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল ইসলাম আলমগীর ◈ গণপিটুনিতে ভয় আতঙ্ক, ছয় মাসে নিহত ১২১ ◈ আন্দোলনে ছাত্রলীগ নেতাদের ‘ধর্ষণের শিকার’ দাবি করা মাহির অডিও ফাঁস ◈ চ্যাম্পিয়নস ট্রফি থেকে ৩ কোটি টাকা পাবে বাংলাদেশ দল  ◈ চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে অংশ নিবেন বাংলাদেশের জহির রায়হান ◈ শিশির মনির কেন আবরার হত্যায় জড়িতদের আইনজীবী, ব্যাখ্য দিলেন গালিব ◈ বৃষ্টিতে খেলা হলো না, পয়েন্ট ভাগ করে নিলো পাকিস্তান-বাংলাদেশ ◈ ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধা’রা যেসব সুবিধা পাবেন ◈ আফগানিস্তানকে কেউ আর হালকাভাবে নেবে না: কোচ ট্রট ◈ ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:৩৬ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি : তারেক রহমান (ভিডিও)

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্টের ষড়যন্ত্র চলছে।

 বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে বিএনপি'র বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেছেন।  

তিনি বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। এখনো এক ধরনের ধ্রুমজাল সৃষ্টি করা হচ্ছে।  

তিনি আরো বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপির কাছে এটি নতুন কিছু নয়। বিএনপির সব সময় রাষ্ট্র রাজনীতি ও সমাজের পরিবর্তন করে আসছে।

তারেক রহমান বলেন, অর্থপাচার ও অর্থলুট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করা হয়েছিল। জনগণের ভোট দেয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি ২৭ দফা কর্মসূচি এবং পরবর্তীতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফা ঘোষণা করা হয়।  

৩১ দফা নিয়ে বর্তমানে জনগণের সঙ্গে চলছে দেশব্যাপী কর্মশালা। মূলত ৩১ দফা হলেও এর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আর এ কারণেই জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি।  

তবে এই ৩১ দফাই শেষ কথা নয়। সময়ের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এই ৩১ দফাকে বৃদ্ধি করার সুযোগ রয়েছে।  

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির মূল বিষয় নিয়ে খুব একটা বিরোধ নেই। জাতীয় নির্বাচনকে নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য সাধারণ জনগণের মনে দাগ কেটেছে।  

সরকার এখনো পর্যন্ত তাদের কর্ম পরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে করতে পারছে না বলে মনে হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এমনকি বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে। সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নামে দেশের রাজনৈতিক পরিস্থিতি কেন ঘোলাটে করতে চায় এটি জনগণের কাছে স্পষ্ট নয়।  

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে স্বৈরশাসকের পুনর্বাসন প্রতিক্রিয়া। টাকা পাচারকারী মাফিয়া চক্রের পুনর্বাসনের প্রক্রিয়া। এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না, পা দেবে না।  

গণহত্যাকারী মাফিয়া শেখ হাসিনা পালানোর পর অনেকগুলো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এ সকল দলকে বিএনপি স্বাগত জানায়। তবে তাদের মূল্যায়ন করবে দেশের জনগণ। যার জন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন। সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে ইতোমধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।  

পররাষ্ট্র নীতির বিষয়ে বিএনপি'র অবস্থান একেবারে সুস্পষ্ট। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ এবং সার্বভৌমত্বই প্রথম অগ্রাধিকার।  

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত থেমে নেই। এ থেকে উত্তরণের জন্য কি করা যায় তা নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়