শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৮ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এডিট করা ভিডিও প্রচার করে বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে অপপ্রচার

মনিরুল ইসলাম : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির কৌশল নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও  লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি মহল ভিডিওটি এডিট করে বানিয়ে অপপ্রচারের উদ্দেশ্যে ছড়িয়েছে বলে দাবি করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাত থেকে বেশ কিছু ফেসবুক একাউন্টে ছড়িয়ে পড়া শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ২৫ সেকেন্ডের একটি ভিডিওটি ভাইরাল হয়। 

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্থানীয় নেতাকর্মী ও নিউমার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলে নিউ মার্কেট এলাকায় অনেক চাঁদাবাজি হতো। এখোনো অনেক দল চাঁদাবাজির চেষ্টা করছেন। এই চাঁদাবাজি বন্ধ করার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে।

পাশাপাশি দলীয় কোন নেতাকর্মী যাতে চাঁদাবাজির সাথে জড়িত না হয় সে জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এসময় উপস্থিত কোন এক ব্যবসায়ী তার বক্তব্যকে মোবাইল ফোনে ভিডিও ধারন করে। সেখানে আগে পরে ভিডিও'র অংশ কেটে এডিট করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে মূহর্তেই ভাইরাল হয়।

 উপস্থিত নেতাদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ধানমন্ডির বাসায় নিউমার্কেটস্থ লক্ষীপুরের ব্যবসায়ীরা দেখা করতে যায়। এসময় ব্যবসায়ীরা তার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন। এসময় অনেক ব্যবসায়ী গত ১৫ বছরে ফ্যাসিষ্ট সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন। একপর্যায়ে শহীদ উদ্দিন এ্যাণি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করলে তা কৌশলে মোকাবেলা করার নির্দেশ দেন। এবং বিএনপির কোন নেতাকর্মী এর সাথে জড়িত থাকলে তাকে জানানোর অনুরোধ জানান। 

উপস্থিত থাকা ব্যবসায়ীর দাবি, তার এমন বক্তব্যকে কেউ একজন মোবাইল ফোনে ভিডিও ধারন করে ইডিটিং করে উদ্দেশ্যপ্রণোধিতভাবে তিনদিন পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে এয়। 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি নিউমার্কেটস্থ লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা আমার সাথে দেখা করতে আসে। ব্যবসায়ীরা চাদাঁবাজি নিয়ে আমার কাছে তাদের কথা বলেন-চাদাঁবাজি বন্ধের জন্যে কৌশলী হয়ে চলার পরামর্শ দিয়েছি। কিন্তু একটি মহল এটার একটা ভিডিও ইডিটিং করে সোস্যাল মিডিয়া অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে যা সুস্থ রাজনীতির অন্তরায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়