শিরোনাম
◈ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ◈ ছাত্রদের নতুন দলে যোগ দেওয়া নিয়ে আলোচনায় নূর! ◈ পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে বিকালে চ্যাম্পিয়নস ট্রফি শুরু  ◈ বায়ার্ন মিউনিখের জয়, উয়েফা চ্যাম্পিয়ন্স থেকে এসি মিলানের বিদায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কের বরফ কি গলবে? ◈ ভারতের সেভেন সিস্টার্সের দিকে বাংলাদেশের চোখ, সতর্ক করলেন ড. ইউনূস ◈ গাজা কোনো রাজনৈতিক লেনদেনের দর-কষাকষির উপকরণ নয়: চীন ◈ দায় চাপানোর রাজনীতি এখন চলে না, ছাত্রদলকে কড়া বার্তা শিবির সভাপতির ◈ মাইকেল ক্লার্কের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত, রোহিত শর্মা হবেন সেরা ব্যাটার  ◈ পাকিস্তানের তিন ভেন্যুতে ভারতের পতাকা না রাখার স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পিসিবি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১১ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীকণ্ঠ ধারণ করে ছাত্রলীগ নেতার প্রভাবশালীদেরকে ব্ল্যাকমেইল, অতপর...

সাতকানিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নারীর নামে ফেইক আইডি খুলে ও নারীকন্ঠ ধারণ করে প্রভাবশালীদেরকে ব্ল্যাকমেইল ও প্রতারণা করে টাকা আদায়ে আলোচিত ছাত্রলীগ নেতা জোবায়রুল হক জিয়ানকে (২৮) অবশেষে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন ও মো. বেলাল উদ্দিন জোবাইরুল হক জিয়ানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা জোবায়রুল হক উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওবাইদুল হক মুন্সীর বাড়ির মৃত আব্দুল্লাহ এর ছেলে। তিনি স্কুলজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়ান। এ ছাড়াও তিনি সাতকানিয়া সদর ইউনিয়নের চিব্বাড়ী হাই স্কুল ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে ২০২০-২০২২ সালে উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জিয়ান ব্ল্যাকমেইলিং ও প্রতারণার  অভিযোগে কয়েক বছর আগে কারাগারে গিয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় প্রতারণার পাশাপাশি মামলা বাণিজ্য করে যাচ্ছিল। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া এবং পরবর্তীতে মামলা থেকে অব্যাহতির নামে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ বিগত বছরের (৪ আগস্ট) সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় দেশীয় অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

অভিযোগ রয়েছে, পুলিশের সঙ্গে সখ্যতা থাকার ফলে বারবার মামলা থেকে রেহাই পেয়ে যান গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা  জিয়ান। মামলা বানিজ্য ও ব্ল্যাকমেইলিং যেন তার নেশা। যাকে শত্রু হিসেবে সন্দেহ হয় তাকে মামলায় জড়িয়ে দেয় আর না হয় নারীকন্ঠ ধারণ করে ব্ল্যাকমেইল করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এত অপকর্ম করার পরও তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেয়নি। দীর্ঘদিন পর তাকে গ্রেপ্তার করায় আমরা স্বস্তির নিঃস্বাস ফেলছি। আমরা তার দৃষ্টাদন্তমূলক শাস্তি দাবী করছি। বিগত পনের বছর আমাদের উপর তার নির্যাতনের বিচার দাবী করছি।

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা জোবাইরুল হক জিয়ান ২০২০ সালে (২৯ মে) সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের এক শিল্পগ্রুপের মালিকের মেয়ের ছবি ব্যবহার করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক প্রভাবশালী নেতার সঙ্গে নারীকন্ঠে প্রেমালাপ করে আসছিল। প্রেমালাপের এক পর্যায়ে নানা অজুহাতে তাদের কাছ থেকে টাকা চাইত। যারা টাকা দিতে অপারগতা প্রকাশ করতেন তাদের কলরেকর্ড ফাঁস করার ভয় দেখাতেন। এভাবে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর একপর্যায়ে সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের পর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিল।

সে সময় ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা জিয়ান সাতকানিয়া সার্কেলের এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে চাঁদা আদায়, সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মো. সেলিমকে ব্ল্যাকমেইল করে নিয়মিত টাকা আদায়, সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল কবিরের কাছ থেকে টাকা আদায় করার কথা স্বীকার করে।

এ ছাড়াও গ্রেপ্তারকৃত জিয়ান উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাসান ও মো. আরিফ, ছদাহা ছমদিয়া পুকুর পাড়ের ডা. শাব্বির, ছৈয়দাবাদ মাদ্রাসার শিক্ষক জাকরিয়ার পুত্রকে মিথ্যা মামলায় জড়িয়ে পরে তাদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা করে আদায় করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলাম বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতা জোবায়রুল হক জিয়ানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও মামলা বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। উৎস: চট্টগ্রাম নিউজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়