ঢাকার আরামবাগ এলাকা থেকে 'সরকারবিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেট'সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম (৪২), মো. জাহাঙ্গীর বিশ্বাস (৩২) ও শিপনকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে 'উদয়ন প্রিন্টার্সে' অভিযান চালিয়ে 'সরকারবিরোধী অপপ্রচারের ৪০০০ পিস লিফলেট এবং উক্ত লিফলেট তৈরির সিলভার রংয়ের টিনের চারটি প্লেট (ছাঁচ)' উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লিফলেটগুলোতে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচার এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি সফল করার আহ্বান সংবলিত লেখা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :