মির্জা আজমের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের জামালপুরে বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরে মির্জা আজমের দোতলা বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল থেকেই মির্জা আজমের বাসভবনের মূল ফটক ও দেওয়াল ভাঙতে বুলডোজার আনা হয়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'শেখ হাসিনার লাইভ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ জনতা মির্জা আজমের বাড়িতে হামলা চালায়। আমরা পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেছি।'
উল্লেখ্য, গত ৫ আগস্টও মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তিনি জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং হুইপসহ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তবে, মির্জা আজমের বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ আছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি সপরিবারে আত্মগোপনে আছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :