শিরোনাম
◈ বাল্যবিয়ে রোধে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি  ◈ সরকারের প্রত্যক্ষ সমর্থনে রাজনৈতিক দল গঠনের আমি বিরোধী: আলী রীয়াজ (ভিডিও) ◈ ১২ কর্মকর্তার ভারত সফরে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত ◈ তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা ◈ আওয়ামী লীগের লিফলেট বিতরণ: আলোচিত শিক্ষক মুকিব মিয়া গ্রেপ্তার ◈ বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার ◈ গ্যাস চুরি ঠেকাতে ব্যর্থ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারী মামলার নির্দেশ ◈ ৮ ফেব্রুয়ারি সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ : আসিফ নজরুল (ভিডিও) ◈ ইংলিশ ফুটবলার হামজা ১৯ মার্চ বাংলাদেশে আসবেন, যোগ দেবেন প্রশিক্ষণ ক্যাম্পে ◈ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাকিব আল হাসান 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে, গত বছরের ৩১ অক্টোবর তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। 

২০১৭ সালে এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একটি বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমানসহ দুইজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা দায়ের করেন তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন। তদন্ত শেষে গত বছর ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক। সেখানে তারেক রহমানসহ চারজনকে আসামি করা হয়।

সেই অভিযোগে বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দেখানো, প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়