উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রাখা হয়।
এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
আহতরা বলছেন, আমরা আন্দোলনে আহতরা টাকা-পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা, পুনবার্সন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের ওপর আমাদের আস্থা নেই। উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নেই, যে কারণে আজ আমরা রাস্তায় নেমেছি।
আপনার মতামত লিখুন :