শিরোনাম
◈ বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি থেকে ময়মনসিংহে ৬ জনের পদত্যাগ ◈ সাবেক এমপি নাজমীন সুলতানা আটক ◈ অবশেষে বিয়ে নিয়ে সারজিস আলমের স্ট্যাটাস ◈ রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান (ভিডিও) ◈ রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন আন্দোলন-সংশ্লিষ্ট  নারীরা: উমামা ফাতেমা ◈ লিবিয়ার সৈকতে ২০ জনের লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা ◈ সোহেল তাজ কোন মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিতে বলছেন? ◈ কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় মির্জা ফখরুলের বিবৃতি ◈ রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র ◈ সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলগুলো চাইছে দ্রুত নির্বাচন, মনোভাব বোঝার চেষ্টায় যুক্তরাষ্ট্র

মহসিন কবির: শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতির পেক্ষাপট পর্যালোচনা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং ম‌নোভাব আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে। 

বিএনপি এবং এর সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো যত দ্রুত সম্ভব সংস্কারকাজ শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দ্রুত এ নির্বাচন চায় সিপিবি, বাম জোটসহ অন্তত ৪৮টি রাজনৈতিক দল। এ দাবির যৌক্তির পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। 

ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ দেশই সরকারের সংস্কার পদ্ধতির প্রতি জোর সমর্থন দেয়। এর পাশাপাশি নির্বাচনের কথাও বলে। সংস্কার ইস্যুতে সরকারের সময়কাল নিয়ে শুরুতে নির্দিষ্ট কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক মহল। কিন্তু গত দুই মাস ধরেই সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে কূটনৈতিক চ্যানেলে আলাপ-আলোচনা জোরালো হচ্ছে।

বাংলাদেশের আগামী নির্বাচন ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বুঝতে চাইছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। এসব বৈঠকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব কী, বিশেষ করে সেটি জানতে চেয়েছেন তিনি। বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মাথায় তার এমন ধারাবাহিক সংলাপকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরুর বিষয় নিশ্চিত করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের দেওয়া মিডিয়া নোটে বলা হয়েছে- ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাম্বাসেডর ট্রেসি অ্যান জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরও ভালোভাবে বুঝতে দলীয় নেতানেত্রীদের সঙ্গে নিয়মিত বৈঠকের আয়োজন করছেন, যা মিশনের চলমান কূটনৈতিক সম্পৃক্ততার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

সিরিজ বৈঠকের অংশ হিসেবে জ্যাকবসন বৃহস্পতিবার বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সূত্র জানায়, এসব আলোচনায় অগ্রাধিকার পেয়েছে আগামী জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। জ্যাকবসনের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিএনপি মহাসচিবের সাথে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও ছিলেন। 

শামা ওবায়েদ বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন দায়িত্বপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলছেন। এতে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কী ভাবছে- প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স গতকাল গণঅধিকার পরিষদের সঙ্গেও বৈঠক করেন। দেশের সামগ্রিক অর্থনীতি, বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, দ্বিপাক্ষিক সম্পর্ক, সরকারের স্থিতিশীলতা, দলটির ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি আলোচনায় স্থান পায়। বৈঠককালে ট্রেসি অ্যান জ্যাকবসন গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকার প্রশংসা করেন। গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও আন্তর্জাতিক সম্পাদক খাইরুল আমিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে ছিলেন পলিটিক্যাল ইকোনমিক কাউন্সেলর এরিক গিলান, রাজনৈতিক ও শ্রমবিষয়ক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট। এ ছাড়া প্রথম দিনে জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেন তিনি। ওই আলোচনাতেও রাজনীতি ও নির্বাচন প্রাধান্য পায়।

জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে দলটির নেতাদের মধ্যে ছিলেন চেয়ারম্যান জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলা। সূত্র মতে, আগামী নির্বাচনসহ চলমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় পার্টির তরফে আগামী নির্বাচন সম্পর্কে দলটির অবস্থান তুলে ধরা হয়। বৈঠকে জাতীয় পার্টি অভিযোগ করে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার বলেও অভিহিত করে। তারা জানায়, জাতীয় পার্টিকে রাজনীতির অধিকার চর্চা করতে দেওয়া হচ্ছে না।

জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়