বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর-উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
আলোচনাসভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণা করেন ডা. জুবাইদা রহমান।
এ সময় জিয়াউর রহমানকে উৎসর্গ করে একটি কবিতা আবৃত্তি করেন তিনি। জুবাইদা রহমানের আবৃত্তি করা কবিতা পাঠকের জন্য তুলে ধরা হলো :
তুমি গণতন্ত্রের প্রতীক
জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি
অসাধারণ সাহসী মূর্তি
তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী
দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন
তুমি সূর্যরশ্মি, চাঁদের আলোর মতো; তাই আজ বহুদূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত
তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী
তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী
তুমিই স্বাধীনতা।