শিরোনাম
◈ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ সিদ্দিক! ◈ কয়েক হাজার লোক মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা, শাহবাগে আটকে দিল পুলিশ ◈ সংস্কারের জনক কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া, তারপরেই আছেন তারেক রহমান: ব্যারিস্টার রুমিন ফারহানা ◈ শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রুহুল কবির রিজভী ◈ ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা জারি ◈ উদ্বেগ-উৎকণ্ঠা আর অনেক প্রশ্ন পেছনে রেখে লন্ডন গেলেন খালেদা জিয়া ◈ এমনভাবে কথা বলছেন যেন ক্ষমতায় চলে আসছেন : ব্রিটিশ এমপি রূপা হক (ভিডিও) ◈ শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের ছবিটি এডিটেড: রিউমর স্ক্যানারের প্রতিবেদন ◈ যুক্তরাষ্ট্র থেকে ৭৫২ কোটি মূল্যের কার্গো আসছে বাংলাদেশে! ◈ টেস্ট ক্রিকেটে তিন মোড়লের দুই স্তরের পরিকল্পনার বিরুদ্ধে ক্লাইভ লয়েড 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২৫, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালেদা জিয়ার বিদেশ যাত্রা, বিদায় জানাতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি

উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন তিনি।

খালেদা জিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি।

সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত ৯টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় রয়েল কাতার আমারি ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

তিনি আরও বলেন, এ উপলক্ষ্যে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

এ বিষয়ে সব নেতাকর্মী যথাযথভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করেন রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়