শিরোনাম
◈ ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই আমাদের অবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ ◈ রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার, গ্রেফতার ১৫৫ ◈ বিশেষ কায়দায় শাড়ির প্যাকেটে  ১২ কেজি গাঁজা, এক নারী গ্রেফতার  ◈ ভারতের কারাগারে আড়াই বছরে বাংলাদেশি বন্দির সংখ্যা ১০৬৭ জন ◈ নিজের বানানো হেলিকপ্টারে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা (ভিডিও) ◈ ভারত সীমান্তে তুরস্কের তৈরি বায়রাক্টার ড্রোন উড়াচ্ছে বাংলাদেশ, এএনআইয়ের প্রতিবেদন ◈ উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার ◈ মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত দুজন জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন, আরও যা জানা গেল ◈ অনলাইনে আবেদন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়া ই-পাসপোর্ট পাওয়ার উপায়

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

মনিরুল ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারী  মঙ্গলবার  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। এই  রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। 

রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে (ফিরোজা) তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। 

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আগামী ৭ তারিখে, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্যরা এসেছিলাম তাকে শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলেছি এবং আলাপ করেছি। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা এই দোয়া চেয়েছি, আল্লাহতালা যেনো তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের এবং দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। 

তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন, সেই সংগ্রামকে সফল করেন- বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা। আমরা আল্লাহতালার কাছে এই দোয়া করছি, তার এই যাত্রা যেনো সফল হয়। তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। 

বিএনপি মহাসচিব বলেন, কোন ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি। তিনি যেনো সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন, আমরা সবাই সেই কামনা করেছি।

বেগম খালেদা জিয়া কোন নির্দেশনা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, নির্দেশনা দিয়েছেন যে, একসঙ্গে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো এবং গণতন্ত্রের পক্ষে কাজ করো। 

বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। 

কবে নাগাদ দেশে ফিরবেন- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা আশা করি, খুব শিগগির চিকিৎসা শেষে তিনি ফিরে আসবেন।

বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসাবে ইতোমধ্যে অন্তত ১৬ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। 

৭৯ বছর বয়সী সাবেক  প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়