শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

বনশ্রীতে বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান রিন্টু গ্রেফতার

মাসুদ আলম : বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল সদরের সাবেক দু'বারের উপজেলা চেয়ারম্যান এবং বরিশাল চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু (৬০) কে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

রোববার  রাতে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই   সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ৫ নং রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর দাড়ালো অস্ত্র-সস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নং রোডের ৫৬ নং বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন ভিকটিম মোছাঃ মায়া ইসলাম (৫১)। আহত মায়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই  মায়া ইসলাম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর   খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সাইদুর রহমান রিন্টুর বিরুদ্ধে খিলগাঁও থানার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়