শিরোনাম
◈ অবশেষে কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ ◈ মিয়ানমার নিয়ে বাংলাদেশ-ভারত-চীনের বৈঠক, কার কী স্বার্থ? ◈ কেরানীগঞ্জে ব্যাংকে ‘ডাকাতদল’, এবার অভিযানে সেনাবাহিনী ◈ কিল-ঘুসিতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু ◈ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেয়া ডাকাতদের ২ দাবি ◈ ইতালির কঠোর ভিসা আবেদন প্রক্রিয়ায় ৩৬টি দেশের শীর্ষে বাংলাদেশিরা! ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ◈ কেরানীগঞ্জে দিনদুপুরে রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাতরা, ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব (ভিডিও) ◈ ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরো কমল  ◈ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না: বদিউল আলম মজুমদার (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত,  যোগ দিচ্ছেন না খালেদা জিয়া

মনিরুল ইসলাম : আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ। এদিন দুপুর আড়াইটায় তাকে উদ্ধৃত করে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।

এই সমাবেশে অংশ নেওয়ার সম্মতি দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে আজ বৃহস্পতিবার গুলশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শে আপাতত মুক্তিযোদ্ধা সমাবেশে যেতে পারছেন না বেগম জিয়া।

এদিকে, আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ।  দুপুর আড়াইটায় তাকে উদ্ধৃত করে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়