শিরোনাম
◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৩২ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমাদের মাথা খারাপ হতে ১৭ মিনিট সময় লাগবে না: হুঁশিয়ারি পার্থের (ভিডিও)

আন্দালিব রহমান পার্থ

কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন  বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। 

আজ সোমবার রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন পার্থ।

বিজেপির চেয়ারম্যান বলেন, ‘কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই, ইউনূস সাহেব আপনাকে ও আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের কিছু উপদেষ্টার কিছু কথাবার্তায় তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমনভাবে কথা বলে, মনে হয় এই আন্দোলন শুধু তাদেরই আন্দোলন।’

উপদেষ্টাদের উদ্দেশে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমার ভাইয়েরা, তোমরা আমার চেয়ে বয়সে ছোট। সরকার নামানো আর সরকার চালানো এককথা নয়। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো ১০ বলে ২০ রান করেছ, কিন্তু ১৮০ রান বাংলাদেশের মানুষ করেছে ১৭ বছরে। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয়, তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে যে, তোমরা নির্বাচন করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, নির্বাচন করো। কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে বিলম্বিত করা যাবে না।’

হুঁশিয়ারি দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দেয়নি। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে, তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছ। সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু ১৭ বছরে মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের মাথা খারাপ হতে ১৭ মিনিট সময় লাগবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়