মনিরুল ইসলাম : আগামী ২১ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহাসমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তবে ম্যাডামের শারীরিক অবস্থা সুস্থ থাকলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে তিনি অংশ নিবেন বলে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।
তিনি জানান, শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ জানান।
তখন ম্যাডাম বলেছেন, আল্লাহ চাইলে আমি সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে অংশ নেবেন বলে সম্মতি দেন।
আপনার মতামত লিখুন :