শিরোনাম
◈ ১০  এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ◈ সুমাইয়াকে অধিনায়ক করে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা ◈ রাজশাহীকে হারালো ঢাকা মেট্রো, রংপুর জিতলো ঢাকা বিভাগের বিরুদ্ধে ◈ বেসরকারি খাত উন্নয়নে আরও ১২০০ কোটি টাকা দেবে এডিবি ◈ এবার যে কারণে শীতের অনুভূতি বেশি হবে ◈ ১৮টি ব্যাংকের বিপদের কারণ হতে পারে শীর্ষ তিন গ্রাহক ◈ শেখ হাসিনাকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করলেন সাকা চৌধুরীর ছেলে! (ভিডিও) ◈ অস্ট্রেয়িার কাছে হোয়াইট ওয়াশের পর ভারতের কপালে জুটলো আইসিসির সাজাও ◈ পুলিশের যেসব নিষেধাজ্ঞা থাকছে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে ◈ ঢাকার যেসব এলাকায় শুক্রবার গ্যাস থাকবে না

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৩ বিকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালাস পেয়ে গিয়াস উদ্দিন আল মামুন বললেন 'শুকরিয়া'

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া খালাসের এই রায় দেন।  

রায়ের পর সন্তোষ প্রকাশ করে মামুন বলেন, 'শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া।' মামুনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন।  

২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশে সম্পদের হিসাব দাখিল না করায় একই বছরের ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন। এতে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩৬৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।  

এরপর ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।  

পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১২ সালের ৩০ জুলাই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চে মামুন খালাস পান। এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করলে আজ তা খারিজ হয়।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়