মনিরুল ইসলাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদুত ইয়াও ওয়েন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান চীনা রাষ্ট্রদূত।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের সাক্ষাৎ শেষে রাত ৮টা ৫০মিনিট বের হয়ে যান চীনের রাষ্ট্রদূত। এছাড়া চীনের পক্ষে থেকে খালেদা জিয়াকে একটি চীনের ঐতিহ্যবাহী দেয়ালচিত্র উপহার দেওয়া হয়।
এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার, সৌদি আরবের রাষ্ট্রদূত ও পাকিস্তানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন।
আপনার মতামত লিখুন :