শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ১০:২১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বেগম খালেদা জিয়া'র  সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত

মনিরুল ইসলাম  : বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

আজ ২৫ নভেম্বর সোমবার রাত ৮ টায় তাঁর  বাস ভবনে সাক্ষাৎ করতে আসেন  সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

এ সময় উপস্থিত আছেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি চেয়ারপার্সন সহ-আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য  ডক্টর এনামুল হক চৌধুরী। 

আজ রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপির প্রেস উইং  এর সদস্য শাইরুল কবির খান।

এদিকে, সাক্ষাৎ এর সময় সৌদি রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়াকে পবিত্র ওমরাহ পালনের  আমন্ত্রণ জানান বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। প্রায় একঘন্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

পরে সাংবাদিকদের জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক বিষয়ক, উনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন। কবে নাগাদ যাবেন, সেটাও জানতে চান৷  আর চিকিৎসার জন্য যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য উনাকে (খালেদা জিয়া) আমন্ত্রণ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়