শিরোনাম
◈ সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আনন্দিত: মির্জা ফখরুল ◈ ‘কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে’ নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কী? ◈ ক্রিকেটার আকবর আলী জাতীয় লিগে দুই ম্যাচ নিষিদ্ধ  ◈ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ◈ ৩০০ বিষধর মাকড়সাসহ বিমানবন্দরে ধরা পড়ল পাচারকারী! ◈ উপজাতি ভোট ভাগ করতেই ঝাড়খণ্ডে বিজেপি মুসলমানদেরকে ‘বাংলাদেশী’ তকমা দিচ্ছে ◈ অটোরিকশা চালকদের অবরোধে দিনভর ভোগান্তি, অবশেষে মুক্ত  ◈ নতুন সিইসি কে এই নাসির উদ্দীন ◈ ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া ◈ খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সেনাকুঞ্জের অনুষ্ঠানে ড. ইউনূসের সঙ্গে পাশাপাশি বসেন, কথা বলেন খালেদা জিয়া

মনিরুল ইসলাম : সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে পাশাপাশি বসেন তারা। এ সময় তাদের মধ্যে কথা বলতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান তারা। 

এর আগে বিকাল সাড়ে ৩ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন খালেদা জিয়া। এরপর ৩ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি। 

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং ও দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানান।

এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
 
বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হচ্ছে।

এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়