শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় ◈ নতুন রেকর্ড: দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা ◈ আগামী দুই বছর অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি, ব্যবসায় ১৭ ধরনের বাধা: সিপিডি ◈ রোবট কুকুর ‘স্পট’ পাহাড়া দিচ্ছে ট্রাম্পের বাড়ি, স্পটের প্রতিটি পায়ে পথচারীদের জন্য সতর্কবার্তা রয়েছে ◈ ‘নেইমারকে চাই না, এই ক্লাবতো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়’ ◈ দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি ও উৎপাদন ◈ নবীজির নির্মিত প্রথম মসজিদে এ বছর প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায় ◈ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে  সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা  ◈ ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার ◈ চাঁদপুরে মায়ার বাড়িতে ভাঙচুর-লুটপাট চালিয়ে আগুন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০১:০৬ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে যা বললেন ব্রিটিশ মন্ত্রী ক্যাথরিন

তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন ক্যাথরিন ওয়েস্ট।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।

বাংলাদেশের রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেন ক্যাথরিন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়া বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক।  

জবাবে ক্যাথরিন বলেন, অবশ্যই। আশা করি, অধ্যাপক ইউনূস (অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস) বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, আর তা উন্মোচিত হবে। আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে।

ক্যাথরিন বলেন, ১১ বছর পর আমি বাংলাদেশে এসেছি। সেই হিসেবে এটি বাংলাদেশে আমার দ্বিতীয় সফর। এখন ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি। আমি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমরা জানি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়