শিরোনাম
◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি ◈ জাতীয় ক্রিকেট লিগ, নাইম শেখের দাপুটে ইনিংসে  ঢাকা মেট্রোর দারুণ শুরু ◈ টেস্ট ক্রিকেটে জয়সোয়ালের ছক্কার রেকর্ড ◈ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ১১ ডিসেম্বর শুরু ◈ জয়সোয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে পার্থ টেস্ট ভারতের নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ১১:১৪ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

তোফায়েলের ভাতিজা সাবেক এমপি আলী আজম মুকুল গ্রেপ্তার

সাবেক এমপি আলী আজম মুকুল, ছবি: সংগৃহীত

মাসুদ আলম : আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা এবং ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস। 

র‍্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, আলী আজম মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই মিরপুরে সংঘটিত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। 

জানা গেছে, আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং দৌলতখান পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য পদে জয়ী হন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনের জেরে দেশে অসন্তোষের মধ্যে কয়েকজন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মী একের পর এক গ্রেপ্তার হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়