শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ভয়াবহ হামলায় গাজা ও লেবাননে নিহত ১০৭ ◈ সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল ◈ ভোটের রোডম্যাপের দাবি জোরালো হচ্ছে, মাঠে নামছে রাজনৈতিক দলগুলো ◈ হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত ◈ বিশ্বে জলবায়ু সংকট ও সংঘাতে ১২ কোটি শরণার্থী, সতর্ক করল জাতিসংঘ ◈ সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে: উপদেষ্টা ফারুকী ◈ পৃথিবীর সুরক্ষায় জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ফাঁসির দড়িতে হাসনাত না, সবার আগে ঝুলবে বিএনপি-জামায়াত: নুর (ভিডিও) ◈ অন্তবর্তী সরকার যত দিন চাইবে, ততদিন সেনাবাহিনী থাকবে : কর্নেল ইন্তেখাব হায়দার খান ◈ গণ-অভ্যুত্থানে আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১১:২৩ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ নজরুলকে হেনস্তায় নিন্দা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা, বিচার দাবি

মহসিন কবির :আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুষ্কৃতকারীরা ঔদ্ধত্য দেখানোর পাশাপাশি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে। শুক্রবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এমন শিষ্টাচার-বহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। রক্তাক্ত পন্থায় ছাত্র-জনতার আন্দোলনকে পরাজিত করতে না পেরে দেশ ছেড়ে চলে যাওয়ায় শেখ হাসিনার ক্রোধ যেমন থামছে না, তেমনি দেশ-বিদেশে তাঁর সমর্থকেরাও প্রচণ্ড হাতাশা নিয়ে সুযোগ পেলেই গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছেন বা শারিরীকভাবে আঘাতসহ নানাভাবে হয়রানির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে আওয়ামী লীগ সমর্থকদের হেনস্তার ঘটনায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। ডা. শফিকুর রহমান লেখেন, ‘সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টার সাথে প্যারিসে অনুরূপ যে আচরণ হয়েছে তাতে প্রমাণ হয়, আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র ত্যাগ করতে পারেনি। স্বতঃসিদ্ধ কথা- কয়লা ধুইলেও ময়লা যায় না। 

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং দেশ ও জনগণের মর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে আসিফ নজরুলের সঙ্গে কতিপয় দুষ্কৃতকারী ঔদ্ধত্য ও অশোভন আচরণ করেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন। আমরা এ অনভিপ্রেত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসভ্য, বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (৮ নভেম্বর) দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, ‘আসিফ নজরুলের সঙ্গে এই শিষ্টাচার-বহির্ভূত, অসভ্য আচরণের মধ্য দিয়ে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো।’

এদিকে ড. আসিফ নজরুলকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এই ঘটনার প্রতিবাদে সংগঠনটি শুক্রবার রাজধানীর বিজয় নগর এলাকায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মশাল মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে হয়রানিকারী অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। জড়িতদের পাসপোর্ট বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়