শিরোনাম
◈ জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: ড. ইউনূস ◈ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক ◈ আসিফ নজরুলকে হেনস্তা: চুপ থাকা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারা গণহত্যা করে পালিয়ে এখন নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে: সোহেল তাজ 

একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা গণহত্যা করে পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

রোববার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সোহেল তাজ লেখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে, গণতন্ত্রকে হত্যা করে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে, শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে, আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উসকে দিচ্ছে, যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।

তিনি লেখেন, তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছে। বিশেষ দ্রষ্টব্য: নীতি-আদর্শবিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই- আমি আপাদের চিনি।  

তিনি আরও লেখেন, বিশেষ বিশেষ দ্রষ্টব্য: আওয়ামী লীগের ব্রেন ওয়াশড নষ্ট-পচা নীতি-আদর্শবিচ্যুত লুটেরা, খুনি, হত্যা-গুম ও নির্যাতনকারীদের সমর্থক সবাইকে বলব, অনতিবিলম্বে আমার এ ফেসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করতে।

শহীদ নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। দলটি ফেসবুকে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করার পর উত্তেজনা সৃষ্টি হয়। এ কর্মসূচি ঘিরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজন বেধড়ক পিটুনির শিকার হন।  

অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়