শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ১২:৩৪ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আ.লীগের রাজনীতির মৃত্যু হয়েছে। শেখ হাসিনা এখন ভারতে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে।

আজ শনিবার (৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নেত্রকোনা জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন।

ভিপি নুর  আরও বলেন, আওয়ামী লীগ এখন মরা লাশ। তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই। ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা, দখল, চাঁদাবাজমুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তারুণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। উৎস: এনটিভি অনলাইন ও চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়