শিরোনাম
◈ ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার ◈ গভীর রাতে অনৈতিক কার্যকলাপ, যুব মহিলা লীগ নেত্রীসহ আটক ৪ ◈ দেশে সরকার পরিবর্তন ছাড়া আর কিছু বদলায়নি: গয়েশ্বর ◈ ঢাকা সিটি কলেজ আরও দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত ◈ নতুন কমিশন বরণে প্রস্তুত ইসি, আস্থা ফিরবে তো? ◈ নেদারল্যান্ডস ও স্পেনের ম্যাচ দিয়ে শুরু হবে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল ◈ সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন (ভিডিও) ◈ নির্বাচন যত দেরি হবে, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে: তারেক রহমান (ভিডিও) ◈ সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় গেলে বিএনপি আরেকটি ‘আওয়ামী লীগে’ পরিণত হতে পারে ◈ হোয়াটসঅ্যাপ আনলো চমকপ্রদ ফিচার

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাইলে গণবিপ্লবের হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে জাতীয় পার্টির প্রতিহিংসামূলক বক্তব্যের জেরে রংপুরে ফুঁসে ওঠেছে দলটির নেতাকর্মীরা। বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (৩ নভেম্বর) দুপুরে নগরীর সিটি বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

একই সঙ্গে আগামী ৮ নভেম্বর গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কোনো রকম সহিংসতা করার চেষ্টা করলে জাতীয় পার্টিকে কঠোর হাতে প্রতিহতের ঘোষণাও দেয়া হয়।

এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল থেকে গণঅধিকার পরিষদের
সভাপতি নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কটূূক্তিমূলক স্লোগান দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 একই সঙ্গে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না বলেন, ঢাকায় সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করে টিকতে না পেরে নিজেরাই নিজেদের পার্টি অফিসে আগুন দিয়ে গণঅধিকার পরিষদের ওপর দায় চাপিয়েছে জাতীয় পার্টি। গণঅধিকার পরিষদ এই ঘটনার সঙ্গে কোনো ভাবেই সম্পৃক্তত নয়। এটি সম্পূর্ণ একটি অজুহাত মাত্র।

তিনি বলেন আগামী ৮ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে জাতীয় পার্টি যদি কোনো রকম সহিংসতা করা চেষ্টা করে তাহলে সাধারণ জনগণকে ও সচেতন রাজনীতিবিদদের সাথে নিয়ে তাদের সেই দাঁতভাঙ্গা জবাব দেবে গণঅধিকার পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়