শিরোনাম
◈ সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় গেলে বিএনপি আরেকটি ‘আওয়ামী লীগে’ পরিণত হতে পারে ◈ হোয়াটসঅ্যাপ আনলো চমকপ্রদ ফিচার ◈ এক বছরেই ভোট চান ৬১.১ শতাংশ মানুষ, সংস্কার শেষে ৬৫.৯ শতাংশ ◈ বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা, : বড় পতনের পর সোনার দামে বড় লাফ ◈ রবিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বড় পরিবর্তন আসছে প্রাথমিকে, সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন ২০ হাজার পদ ◈ পিকনিক বাসে বিদ্যুতের তার, প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ক্ষমা না চাইলে গণবিপ্লবের হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে জাতীয় পার্টির প্রতিহিংসামূলক বক্তব্যের জেরে রংপুরে ফুঁসে ওঠেছে দলটির নেতাকর্মীরা। বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (৩ নভেম্বর) দুপুরে নগরীর সিটি বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

একই সঙ্গে আগামী ৮ নভেম্বর গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কোনো রকম সহিংসতা করার চেষ্টা করলে জাতীয় পার্টিকে কঠোর হাতে প্রতিহতের ঘোষণাও দেয়া হয়।

এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব লিখিত বক্তব্যে বলেন, জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল থেকে গণঅধিকার পরিষদের
সভাপতি নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং কটূূক্তিমূলক স্লোগান দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 একই সঙ্গে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না বলেন, ঢাকায় সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করে টিকতে না পেরে নিজেরাই নিজেদের পার্টি অফিসে আগুন দিয়ে গণঅধিকার পরিষদের ওপর দায় চাপিয়েছে জাতীয় পার্টি। গণঅধিকার পরিষদ এই ঘটনার সঙ্গে কোনো ভাবেই সম্পৃক্তত নয়। এটি সম্পূর্ণ একটি অজুহাত মাত্র।

তিনি বলেন আগামী ৮ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে জাতীয় পার্টি যদি কোনো রকম সহিংসতা করা চেষ্টা করে তাহলে সাধারণ জনগণকে ও সচেতন রাজনীতিবিদদের সাথে নিয়ে তাদের সেই দাঁতভাঙ্গা জবাব দেবে গণঅধিকার পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়