শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে ইউনূস কী ফেল করেছে: মির্জা ফখরুল

অন্তবর্তী সরকারের দায়িত্ব একটাই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, যে ভয়াবহ জঞ্জাল তৈরি হয়েছে তা নির্মূল করে অতি দ্রুত একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি স্বাধীনতা পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। সঞ্চালনা করেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যতো তাড়াতাড়ি হয়, রাষ্ট্র সংস্কার ততো তাড়াতাড়ি হবে। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পরিবর্তনের কাজ দ্রুত করা সম্ভব নয়। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে।

মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাকে বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করেন, বিশেষ করে ভারতের সাংবাদিক। তারা বলেন, ইউনূস কি ফেল করেছে? রাষ্ট্র চালাতে পারছে না? আমি বলেছি, গোটা দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। তার প্রতি জনগণের সমর্থন আছে।’

গণহত্যাকারীদের কোনো ক্ষমা নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আমরা যেন ভুলে না যাই আওয়ামী লীগ, হাসিনা গণহত্যা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 'রাষ্ট্র সংস্কার চাই' যে স্লোগান আমরা দেখেছি; সেটি যাতে বাস্তাবায়ন হয়। রাষ্ট্রের কাঠোমোগত পরিবর্তনের সাথে বিএনপি আছে। আমরা আগে থেকেই এ নিয়ে কথা বলছি।

জনগণ সমর্থন না দিলে রাষ্ট্র সংস্কারে কোনো ফল আসবে না জানিয়ে ফখরুর বলেন, তাই জনগণকে নিয়েই রাষ্ট্র সংস্কার করতে হবে। বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে। আমরা তাকে সম্মান করি। সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা এমন কোনো কথা বলবেন না যাতে আমরা আস্থা হারিয়ে ফেলি। বিভ্রান্তি তৈরি হয়।

তিনি বলেন, আমরা যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি; গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছি। আমরা সে লক্ষ্য বাস্তবায়ন করেছি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়