মধ্যরাতে হঠাৎ রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন।
তিনি একটি ভিডিওতে জানিয়েছেন যে তিনি দেশে আছেন, ঢাকায় আছেন। কোথাও যাননি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুমন লিখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই।
তবে এখনও কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সুমনকে গ্রপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নামে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।