শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ০২:৪৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের টাইমলাইন দিলেন উপদেষ্টা, লেভেল প্লেইং ফিল্ড' চায় আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সাক্ষাৎকারে জানিয়েছেন ২০২৫ সালের মধ্যে দেশে সাধারণ নির্বাচন হতে পারে। অন্তর্বর্তীকলীন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম নির্বাচন নিয়ে সরাসরি একটি ঘোষণা এলো। 

এদিকে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ আগামীতে রাজনীতি করতে পারবে কিনা, এ নিয়ে একাধীকবার প্রশ্ন তুলেছেন উপষ্টার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সমন্ময়ক। এমনকী সমন্ময়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে এমন কথাও বলেছেন। এমন পরিস্থিতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ সত্যিই তাতে অংশ গ্রহণ করতে পারবে কিনা সেটি সরকারের ওপরই নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

তবে নির্বাচনের এমন ঘোষণার পরই নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতারা। এমনকী  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড (সমান সুযোগ) প্রয়োজন আওয়ামী লীগের এমন কথাও বলছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনের আগে পরিবেশ যেন অবাধ ও সুষ্ঠু হয় সেই দাবিও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। 
সম্প্রতি এমন কথার প্রতিক্রিয়া জানতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা বলেছেন, কোনো এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন সম্ভব নয়। নির্বাচন করবে ইসি (নির্বাচন কমিশন)। ইসি ছাড়া তো নির্বাচন করার সুযোগ নেই। তবে দ্রুত নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায়। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক। রাজনৈতিক দল ছাড়া দেশ ভালো চলতে পারে না।

  
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনের আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে এখন মানবাধিকার, সুশাসন, বিচার কিছুই নেই। আমাদের লাখ লাখ নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। খুনিদের ইনডেমনিটি দেওয়া হচ্ছে। এগুলো ঠিক করে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অবাধ নির্বাচন দিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়