শিরোনাম
◈ আসছে বছর খেলাপি ঋণ ছাড়াতে পারে পাঁচ লাখ কোটি টাকা ◈ বঙ্গবাজারে অগ্নিসংযোগ, তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা ◈ (২৪ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ যে দোয়া ‘জান্নাতের গুপ্তধন’ ◈ সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক: ফোর্বসের দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৪, ০২:৪৯ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়কে ছাত্র আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ বলে তোপের মুখে সোহেল তাজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়কে ছাত্র-আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে অনেকটা ব্যাঙ্গাত্মকভাবেই তিনি জয়কে খোঁচা দিয়ে এমন মন্তব্য করেছেন।

সেখানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে লিখেছেন, ‘আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়।’ আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ।’

তিনি লেখেন, ‘আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয়।’

সোহেল তাজ স্মরণ করিয়ে দেন- ‘আমাদের সবার নিশ্চই মনে আছে, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’

তবে সোহেল তাজের এই স্ট্যাটাস ঘিরে চলছে নানান বিতর্ক। অনেকেই তার এমন বক্তব্য সহজভাবে নিতে পারেননি।

আরিফা রহমান রুমা নামের একজন লিখেছেন, ‘বঙ্গতাজের জন্য কষ্ট হচ্ছে। আপনার পরিবারের অনেকেই আমার ঘনিষ্ট। আপনার প্রোপার চিকিৎসা কেন করাচ্ছে না , বুঝলাম না।’

কেউ লিখেছেন, ‘আমার মনে হয়, আপনার নামও থাকতে পারে এই লিস্টে।’

অন্য আরেকজন লিখেছেন, ‘কমেন্ট দেখে আমি হতভাগ। এক সময় খুব পছন্দ করতাম স্যার আপনাকে।’

একজন সমালোচনা করে লিখেছেন, ‘শেষ পর্যন্ত সজীব ওয়াজেদ জয়ের পিছনে লাগতে হলো সোহেল তাজকে? সোহেল তাজ ভুলে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধুর রক্ত; যে রক্তের কাছে আমাদের সবার ঋণ আছে।’

সোহেল তাজের এ পোস্টে কয়েক হাজার মন্তব্য করা হয়েছে। শেয়ারও হয়েছে অসংখ্য।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের দুই মাসের মাথায় এখন এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে কথা উঠেছে। আলোচনা হচ্ছে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা সেটি নিয়ে।

নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বমঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দেন। মূলত এর পর থেকেই ‘মাস্টারমাইন্ড’ শব্দটি নিয়ে আলোচনা শুরু হয়।

এরপর গতকাল শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করে বলেছেন, ‘এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করার দরকার সবই তিনি করেছেন।’ উৎস: ;দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়