শিরোনাম
◈ পদত্যাগের ঘোষণা দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্টের! ◈ বাংলাদেশিও সহ ১০ অভিবাসীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত, আদালতে মামলা দায়ের ◈ এবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মুঠোফোন থেকে প্রেমিকের ঘনিষ্ঠ ছবি ফাঁস ◈ সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ (ভিডিও) ◈ নির্বাহী অফিসারের রুমে ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা ◈ পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: নাহিদ ইসলাম ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন ◈ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলে থাকছেন সিমন্স ও সালাউদ্দিন  ◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৭:৩০ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশদ্রোহীদের কর্মকাণ্ডের কুফল ভোগ করবে জনগণ: আমু 

এমএম লিংকন: [২] সম্প্রতি কোটা আন্দোলনে সহিংসতাকারীদের বিরুদ্ধে এমন মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমীর হোসেন আমু আরও বলেন, তাদের প্রতিটি ক্ষেত্রে ধ্বংস সব জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে হয়ে থাকে। 

[৩] এদের ধ্বংসযজ্ঞের কারণে জনগণ প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন রকম দুর্দশাগ্রস্ত হবে মন্তব্য করে তিনি বলেন, তারা স্বাধীনতার শত্রু, এ দেশের শত্রু।

[৪] সোমবার ১৪ দলের নেতারা দুর্বিত্তদের আগুনে পুড়ে যাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। প্রতিনিধিদল পুড়ে যাওয়া সেতু ভবনও পরিদর্শন করে।

[৫] ৫৩টি গাড়ি, ল্যাপটপ, ডিজিটাল সেন্টারসহ সবকিছু ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে আজ সারা দেশে দুর্যোগ ব্যবস্থাপনাকে বাধাগ্রস্ত করা হয়েছে দাবি করে আমীর হোসেন আমু বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ বাধাগ্রস্ত হলো, অসহায় মানুষ বঞ্চিত হলো। 

[৬] বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানুষ যে যাবে, সাহায্য সহযোগিতা করবে, সেই অবস্থান আজ রাখেনি সহিংসতাকারীরা বলেও অভিযোগ তুলেন তিনি। 

[৭] আজ আর বলতে অসুবিধা নেই, এ সব দুর্বিত্তরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না বলেও অভিযোগ  তোলেন তিনি।

[৮] তিনি বলেন, দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের প্রতিহত করা ।

[৯] সেতু ভবনের ওপর আক্রমণকে আমাদের জাতীয় জীবনের ওপরও আক্রমণ হিসেবে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।   

[১০] শিক্ষার্থীরা এ সেতু ভবনের ওপর আক্রমণ করবে, এটা কল্পনাও করা যায় না জানিয়ে মেনন আরো বলেন,তারা বলেছেনও তারা আক্রমণ করেননি। 

[১১] এটা স্পষ্ট যে জামায়াত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডারদেরই খুলনা, সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ  তোলেন তিনি।

[১২] এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার প্রমুখ।সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়